Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফেনীতে গরু চুরি মামলার ৩ আসামি গ্রেপ্তার

০৯ মে, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
ফেনীতে গরু চুরি মামলার ৩ আসামি গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি :

ফেনীতে গরু চুরি মামলার ৩ জন আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গরু বিক্রির টাকাসহ চোরাই কাজে ব্যবহৃত এক পিকআপ গাড়িও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৯ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (০৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম চট্টগ্রামের ইপিজেড ও আকবরশাহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. জামসেদ আলম প্রকাশ জনি প্রকাশ কানা জনি (২৫),দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী এলাকার -মৃত মফিজুল হকের ছেলে মো. বাহার প্রকাশ আনোয়ার (৩০) ও দক্ষিণ চর সাহাভিকারী এলাকার আবুল হাশেমের ছেলে এনায়েত উল্যাহ (৩৫)।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় গরু চুরি মামলায় ৩জনকে গ্রেপ্তার ও গরু বিক্রির টাকাসহ চোরাই কাজে ব্যবহৃত এক পিকআপ গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসকে

শেয়ার