Top

উপজেলা নির্বাচন: নবীনগরে ২২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

০৯ মে, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন: নবীনগরে ২২ প্রার্থীর মনোনয়নপত্র জমা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৬ষ্ঠ পর্যায়ে আগামী ৫ জুন অনুষ্ঠাতব্য উপজেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার (০৯ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে-বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির (আওয়ামীলীগ), সিরাজুল ইসলাম ফেরদৌস (আওয়ামীলীগ), কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু (আওয়ামীলীগ), মোহাম্মদ শাহ আলম (আওয়ামীলীগ), মোঃ ফারুক আহমেদ (স্বতন্ত্র), এইচএম এইচ এম আল আমিন (আওয়ামীলীগ), আবদুল মতিন (দলীয় পরিচয় জানা যায়নি), মোহাম্মদ হাবিবুর রহমান (আওয়ামীলীগ), মোছাম্মৎ নুরুন্নাহার বেগম (আওয়ামীলীগ)।

২১ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩১০জন। মনোনয়নপত্র জমা শেষে বিকেলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লা আল মামুন সাংবাদিকদের এ তথ্য জানান।

এসকে

শেয়ার