বছরজুড়েই ছোট ফাঁদের অবৈধ কারেন্টজাল দিয়ে মাছ ধরা নিষেধ। আইন না মেনে চাঁদপুরের মেঘনা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ ধরা অবস্থায় ৫ জেলেকে হাতে নাতে আটক করেছে নৌ পুলিশ।
শুক্রবার (১০ মে) সন্ধ্যায় এ তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
আটক জেলেরা হলেন-শরীয়তপুর জেলার আল-আমিন বেপারী (৩৮), স্বপন বেপারী (৩২), জাকির হোসেন (৩৫), শাহীন দাড়িয়া (৪০) ও ওয়ালি উল্যাহ (২৩)।
নৌ থানার ওসি বলেন, ৯ মে রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বালা সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের শিলারচর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৫ জেলেকে আটক ও তাদের সাথে থাকা ৮০০ মিটার অবৈধ কারেন্টজাল ও ১টি কাঠের তৈরী মাছ ধরার নৌকা জব্দ করেন।
তিনি আরও বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে থানায় নিয়মিত মামলা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে