ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪২ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৫.৫০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার ইস্ট নিটিংয়ের শেয়ার দর বেড়েছে ৩৬ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.৫০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে মিথুন নিটিংয়ের শেয়ার দর বেড়েছে ৩১ দশমিক ২২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–জিকিউ বলপেনের ২৭.৬৭ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ২৫.০০ শতাংশ, রূপালী ব্যাংকের ১৯.৯১ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ১৯.৮২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৯.০৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৮.৪১ শতাংশ এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১৮.১৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস