Top
সর্বশেষ

২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ লাভ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার

১১ মে, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ
২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ লাভ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার

গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) নিট মুনাফা রেকর্ড বেড়েছে। আলোচ্য ত্রৈমাসিকে যা বেড়ে হয়েছে ২১,৩৮৪ রুপি ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তা ১৮ শতাংশ বেশি।

ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, গোটা অর্থবছরে নিট লাভও ২০ দশমিক ৫৫ শতাংশ বেড়ে হয়েছে ৬৭,০৮৪ রুপি ৬৭ পয়সা।

ব্যাংকের চেয়ারম্যান দীনেশ খাড়ার দাবি, ২০০ বছরের ইতিহাসে এত লাভের মুখ দেখেনি এসবিআই। চতুর্থ ত্রৈমাসিক এবং পুরো অর্থবছর, দুই ক্ষেত্রেই তৈরি হয়েছে নজির।

গত অর্থবছরে অনুৎপাদক সম্পদ কমেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার। মোট ঋণের তুলনায় তা কমে হয়েছে ২ দশমিক ২৪ শতাংশ। আগের বছরে যা ছিল ২ দশমিক ৭৮ শতাংশ। ফলে মোট আর্থিক সংস্থান ৮০৪৯ কোটি থেকে নেমে ৭৯২৭ কোটি রুপি হয়েছে। মুনাফা বৃদ্ধির তা অন্যতম কারণ।

এসবিআই’র দেয়া ঋণ ১৫ দশমিক ২৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৭,৬৭,৫৩৫ কোটি রুপি। আমানত ১১ দশমিক ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,১৬,০৭৭ কোটিতে। ব্যাংকের শেয়ার দরও বৃদ্ধি পেয়েছে।

বিদায়ী অর্থবছরে তিন গুণ বেড়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিট মুনাফা। ২০২২-২৩ সালের ২৫০৭ কোটি থেকে বেড়ে হয়েছে ৮২৪৫ কোটি রুপি। আর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক (আইওবি) এসবিআইয়ের মতোই জানুয়ারি-মার্চে লাভে ইতিহাস গড়েছে। যার পরিমাণ ৮০৮ কোটি রুপি।

গোটা অর্থবছরেও তা ২০৯৯ কোটি থেকে বেড়ে হয়েছে ২৬৫৬ কোটি রুপি। মোট অনুৎপাদক সম্পদের হার কমে হয়েছে সর্বমোট ঋণের ৩ দশমিক ১০ শতাংশ। আগের বছর যা ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। নিট হিসাবে ১ দশমিক ৮৩ শতাংশ থেকে কমে হয়েছে শূন্য দশমিক ৫৭ শতাংশ।

শেয়ার