Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফরিদগঞ্জে মোটরসাইকেল না পেয়ে আত্মহত্যা

১২ মে, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
ফরিদগঞ্জে মোটরসাইকেল না পেয়ে আত্মহত্যা
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে রাহাতুল ইসলাম (২০) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

রবিবার (১২ মে) গভীর রাতে উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামে এ আত্মাহত্যার ঘটনা ঘটে। মৃত রাহাতুল ইসলাম ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তাঁর বাবা একজন দরিদ্র মানুষ, ব্যাটারী চালিত অটোরিকশা চালিয়ে ৪ সদস্যের পরিবার পরিচালনা করেন।

আত্মহত্যার সংবাদ পেয়ে সকালে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সুমন বলেন, রাহাতুল ইসলাম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। স্থানীয় একটি মাদ্রাসা থেকে কোরআনের পরিপূর্ণ হাফেজ হওয়ারপর দাখিল মাদ্রাসায় পড়াশোনা শুরু করে। শিক্ষা জীবনে অনেক মেধাবী ছাত্র হলেও গত কয়েক মাস যাবত সে হঠাৎ করে বখাটেদের সাথে মেলামেশা শুরু করে। এক পর্যায়ে সে মাদকের সাথে জড়িয়ে পড়ে। তাঁর পরিবারের লোকজন রাহাতুল ইসলামকে অনেক বাঁধা নিষেধ করেও মাদকের কাছ থেকে তাঁকে ফেরাতে পারেন নি।

গত কয়েকদিন যাবত সে বায়না ধরেছে, তাকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য। তাঁর দরিদ্র বাবার পক্ষে মোটরসাইকেল কিনে দেয়া সম্ভব না, জানিয়ে দেয়ারপর সে বসতঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাহাতুলের মরহেদ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এসকে

শেয়ার