Top

সীমান্তে আরাকান আর্মির গুলিতে ১ বাংলাদেশি নিহত

১২ মে, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ
সীমান্তে আরাকান আর্মির গুলিতে ১ বাংলাদেশি নিহত

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন সীমান্তে ৪৮ নং পিলারের ওপারে আরাকান আর্মির গুলিতে আবুল কালাম (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (১২ মে) সকাল ৯ টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আবুল কালাম সকালে বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারের আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তের ৪৮ নং পিলারের ওপারে ছেলির ঢালা নামক এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করে। এ সময় আরাকান আর্মির এক সদস্যর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে বামহাতির ছড়া এলাকার একজনকে মিয়ানমার সীমান্তে ওপারে গুলি করে হত্যা করা হয়েছে।

বিএইচ

শেয়ার