Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

সুবর্ণচরে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আ.লীগের সংবাদ সম্মেলন

১২ মে, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ
সুবর্ণচরে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আ.লীগের সংবাদ সম্মেলন
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জেলা আ.লীগের সভাপতি খায়রুল আনম সেলিমের দোয়াত কলম প্রতীকের ভোট করায় এমপি পুত্র সাবাব চৌধুরীর লোকজন এ হামলা চালাচ্ছে বলে অভিযোগ জেলা আওয়ামী লীগের।

রোববার বেলা ১১টায় মাইজদী নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা আ.লীগের নেতারা এসব অভিযোগ করেন। একইসাথে বতিলকৃত ১ হাজার ৯১৪ ভোট’সহ সকল ভোট পুনঃগননা ও ঘোষিত ফলাফল স্থগিতের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সদ্য শেষ হওয়া সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, শহর আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করে বলেন, গত ৮ মে অনুষ্ঠিত সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেয় আনারস প্রতীকের প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর কর্মীরা। কুপিয়ে ও পিটিয়ে আহত করে দোয়াত কলমের একাধিক কর্মীকে। সন্ধ্যায় চারটি কেন্দ্রের ভোট গণনা করে ফলাফল উলটপালটাও করে দেওয়া হয়। চরমহি উদ্দিন উচ্চ বিদ্যালয়, চরমহি উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমহি উদ্দিন এনএ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপুর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী আশ্রয় কেন্দ্রের ফলাফল স্থগিত রেখে পুনঃভোট দেওয়া এবং বাতিল হওয়া ১৯১৪টি ভোট পুনঃগণনা করার পর চূড়ান্ত ফলাফল ঘোষণার দাবী জানান তারা।

নেতৃবৃন্দ আরও অভিযোগ করে বলেন, নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে আনারস প্রতীকের প্রার্থীর লোকজন প্রতিদিন সুবর্ণচরের বিভিন্ন উপজেলায় দোয়াত কলমের লোকজনের ওপর হামলা চালাচ্ছে। সবচেয়ে বেশি হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে চরজব্বার ইউনিয়নে। সেখানকার চাউয়াখালী বাজারে অন্তত ১৫টি দোকানপাট, আশপাশে অন্তত ২০টি বসত বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এসময় পিটিয়ে আহত করা হয় অর্ধশত কর্মী ও তাদের স্বজনদের। এক কর্মীরা বাড়িতে হামলা চালিয়ে তার মেয়ের বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এসব ঘটনার একটি ভিডিও উপস্থাপন করা হয়। অভিযোগকারীরা, ঘটনার বিষয়ে খতিয়ে দেখে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবী জানান।

এসকে

শেয়ার