Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফেনী গালর্স ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ অর্জন

১২ মে, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ
ফেনী গালর্স ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ অর্জন

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও ফেনী গালর্স ক্যাডেট কলেজ থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। রোববার (১২ মে) বিকেলে কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক বাণিজ্য প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এব্যাপারে জানতে চাইলে তিনি আরও বলেন, সেনাসদরের দিকনির্দেশনা ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান,বর্ষপঞ্জি অনুযায়ী পরিক্ষা গ্রহণ,ফলাফল প্রদান এবং সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে।এছাড়া ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবক অনুপ্রেরণা এমন ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ববহন করে।

এফলাফলের জন্য তিনি সকল শিক্ষার্থী, অভিভাবকগণ, শিক্ষকমণ্ডলী ও কলেজের প্রত্যেক সদস্যের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

অপরদিকে,ফেনী জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার ফেনী জেলা থেকে মোট ১৭হাজার ২শ ০৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। কৃতকার্য হয়েছে ১৩৩৬২ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে ১হাজার ১শ ৫০ জন।জেলার মোট পাশের হার ৭৭.৬৫%। শতভাগ পাশকৃত প্রতিষ্ঠানের সংখ্যা :০৪।

দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৫৫৬৮ জন। যার মধ্যে কৃতকার্য হয়েছে ৩৯৭৪ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৪০ জন। পাশের হার ৭১.৩৭%।

এস এস সি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ১১২০ জন যার মধ্যে কৃতকার্য হয়েছে ৯৭৩ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ২৮ জন।পাশের হার ৮৬.৮৮% ।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বাণিজ্য প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসকে

শেয়ার