Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

এসএসসির ফলাফলে শতভাগ পাস নেই চট্টগ্রাম নগরীর সরকারি স্কুলগুলোতে

১২ মে, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
এসএসসির ফলাফলে শতভাগ পাস নেই চট্টগ্রাম নগরীর সরকারি স্কুলগুলোতে
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাসের তালিকায় রয়েছে মোট ৪৬টি প্রতিষ্ঠান। তবে শতভাগ পাসের সেরা দশের তালিকায় তো নয়ই, শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায়ও ঠাঁই হয়নি কলেজিয়েট, গর্ভনম্যান্ট হাইস্কুল, মুসলিম হাইস্কুলের মতো নগরীর ঐতিহ্যবাহী কোনো সরকারি বিদ্যালয়ের। এবারই প্রথম নগরীর ১০টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একটিও শতভাগ পাসের তালিকায় স্থান পায়নি।

সরকারি সব বিদ্যালয়কে পেছনে ফেলে সেরার তালিকার শীর্ষে উঠে এসেছে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নাম। এ বিদ্যালয়ের ২৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করে। যদিও শতভাগ ফেল করেছে এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান নেই চট্টগ্রাম বোর্ডে।

রবিবার (১২ মে) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

এদিকে, চট্টগ্রামে শতভাগ পাস করা সেরা দশে থাকা বাকি প্রতিষ্ঠানগুলো হলো- সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজ, ইস্পাহানি স্কুল এন্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ।

এরমধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজ থেকে এবারের পরীক্ষায় ২২৯ জন অংশ নিয়ে সকলেই পাস করেন। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইস্পাহানি স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ২১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করে। চতুর্থ অবস্থানে রয়েছে হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ২১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পঞ্চম অবস্থানে রয়েছে মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ২০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাসের সেরা দশের মধ্যে ষষ্ঠ অবস্থানে স্থান পেয়েছে সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ১৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সপ্তম অবস্থানে স্থান পেয়েছে মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়। তাদের ১৬৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তালিকার অষ্টম স্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ১৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

তালিকার নবম ও দশম অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ। এরমধ্যে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের ১৪৪ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের ১৩৫ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করে।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার হার ৮২ দশমিক ৮০ শতাংশ। গতবারেরর চেয়ে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৫১ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ ৫।

এসকে

শেয়ার