Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফেনীতে মায়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেয়ের মৃত্যু

১২ মে, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
ফেনীতে মায়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেয়ের মৃত্যু
ফেনী প্রতিনিধি :

ফেনীতে মায়ের চোখের সামনে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল মাওয়া (৬) নামের এক শিশু মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কসকা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত জান্নাতুল জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের হাজারীবাড়ির সালিম উল্যাহ হাজারীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটির পিতা কুয়েত প্রবাসী। দুই ভাই-বোনের মধ্যে সে বড়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , দুপুর ১২টার দিকে জান্নাতুল তার মা ও অন্য আত্মীয়দের সঙ্গে নিজেদের বাড়িতে ফিরছিল। পথে জান্নাতুল ও অপর এক শিশু মো. সজীব (১০) দৌড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হতে গিয়ে একটি বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে যায় । এতে ঘটনাস্থলেই মারা যায় জান্নাতুল। মারাত্মকভাবে আহত হয় অপর শিশু মো. সজীব।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে জান্নাতুলের মরদেহ মর্গে রাখা হয়েছে।প্রাথমিক চিকিৎসা দিয়ে সজিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জান্নাতুলের জ্যাঠা ফারুক আহমেদ বলেন, তিন দিন আগে মেয়েকে নিয়ে পিতার বাড়িতে যান জান্নাতুলের মা। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত ছাড়াই জান্নাতুলের মরদেহ বাড়ি নিয়ে যেতে আবেদন করেছেন তাঁরা।

ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসকে

শেয়ার