Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

নবীনগরে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন

১২ মে, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
নবীনগরে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন। রোববার সারাদেশের ন্যায় নবীনগরে এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে পাশের হারের দিক থেকে সবচেয়ে ভালো করেছে উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়। ১২২ জন পরীক্ষা দিয়ে ১২২ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। শতকরা পাশের হার ১০০%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ হাজার ৭ শত ১০ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ৪ হাজার ১শ ৪জন। অকৃতকার্য হয়েছে ৬০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২৯২ জন। শতকরা পাশের হার ৮৭.১৩%।

এদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৬৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৭১৭জন। অকৃতকার্য হয়েছে ৫০ জন। শতকরা পাশের হার ৮৩.৪৮। জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন। এরমধ্যে ইব্রাহিমপুর শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (র.) ফাজিল মাদরাসা সবচেয়ে বেশি ৩৫ টি জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ১০০%।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩০৫ জন পরীক্ষায় অংশ নিয়েছে পাশ করেছে ২৬৬ জন। অকৃতকার্য হয়েছে ৩৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন, শতকরা পাশের হার ৮৭.২১%। এরমধ্যে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১০ জন, পাশের হার ৮৫.৮৮%।

এসকে

শেয়ার