Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফেনীতে সিএনজি’র যাত্রী সেজে ছিনতাই,পৃথক ঘটনায় গ্রেপ্তার-২

১৩ মে, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
ফেনীতে সিএনজি’র যাত্রী সেজে ছিনতাই,পৃথক ঘটনায় গ্রেপ্তার-২
ফেনী প্রতিনিধি :

ফেনীতে সিএনজি অটোরিকশার যাত্রী সেজে ছিনতাইয়ের পৃথক ঘটনায় দুই দূর্বৃত্বকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১২ মে) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এরা হলেন, ছাগলনাইয়া পৌর এলাকার পশ্চিম ছাগলনাইয়া বক্সি সওদাগর বাড়ি/আদু মিয়ার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে মোঃ ইয়াছিন আরাফাত(২৩) ও ফেনী শহরের বিরিঞ্চি এলাকার আলম গাজী রোডস্থ মইন উদ্দিনের ছেলে নজরুল ইসলাম সৈকত(২৮)।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের নাজির রোড এবং সদর উপজেলার মোটবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ০৩ মে রাত সাড়ে ৮ টার দিকে রাজীব কর্মকার এক ব্যক্তি জেলার ছাগলনাইয়া হতে সিএনজি যোগে ফেনী শহরের উদ্দেশ্যে রওয়ানা করে।

এসময় ওই সিএনজির চালকসহ অপরাপর অজ্ঞাতনামা আরও দুইজন ছিনতাইতকারী তাকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকার একটি নির্জন সড়কে তাঁর গলায় ও হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ব্যবহৃত ০১টি মোবাইল ফোন ও হাতঘড়ি ছিনতাই করে তাঁকে ওই সড়কে ফেলে সিএনজি চালিয়ে পালিয়ে যায়।

এঘটনায় ফেনী মডেল থানায় ভুক্তভোগীর দায়েরকৃত মামলা নং-০৭, তাং-০৪/৫/২০২৪ইং ধারা-৩৯৪ পেনাল কোড। তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে মডাস অপারেন্ডির ধরন বিবেচনায় নিয়ে এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে শহরের নাজির রোড় থেকে মো. ইয়াছিন আরাফাত(২৩)কে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে বাদীর লুণ্ঠিত বাদীর মোবাইল ফোন ও ছিনতাইকৃত নগদ টাকার মধ্যে ৮শ টাকা উদ্ধার করা হয়। অবশিষ্ট লুণ্ঠিত নগদ টাকা ও হাতঘড়ি উদ্ধার এবং অপরাপর ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে পুলিশী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

অপরদিকে গত ১২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে এমরান হোসেন সাকিব নামে ফেনীতে কর্মরত এক সেলসম্যান শহরের বিভিন্ন দোকান হতে কালেকশন পাওনা কালেকশন করে নগদ ১ লক্ষ ৩৪হাজার টাকা এবং ৮/৯ হাজার টাকার কসমেটিক নিয়া মহিপাল যাওয়ার উদ্দেশ্যে ট্রাংক রোড হতে সিএনজি অটোরিকশায় উঠে।

এরপর তাঁকে বহনকৃত সিএনজি অটোরিকশাটি ফেনী জিয়া মহিলা কলেজের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী অস্ত্রেমুখে তাঁকে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে মারধর করত তার সাথে থাকা নগদ টাকাগুলো ও ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে তাকে তথায় ফেলে দিয়ে সিএনজি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ওই ভুক্তভোগীর দায়েরকৃত ফেনী মডেল থানার মামলা নং-০৫, তাং-০৪/৪/২০২৪ইং ধারা-৩৯৪ পেনাল কোড। সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন সহ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে মডাস অপারেন্ডির ধরন বিবেচনায় নিয়ে এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে জেলার সদর উপজেলার মোটবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) থোয়াইংপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সহিত জড়িত থাকার বিবষয়ে স্বীকার করে এবং অপরাপর আসামীদের নাম ঠিকানা প্রকাশ করেছে।

তবে,ঘটনার সময় লুণ্ঠিত বাদীর মোবাইল ফোন ও নগদ টাকা এবং অপরাপর ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে ।

এসকে

শেয়ার