সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিলায়ান্স ওয়ার দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ। ফান্ডটি ৫৪০ বারে ২৬ লাখ ৮৫ হাজার ৩৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা খান ব্রাদার্সের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৭৪৩ বারে ৩ লাখ ৯৮ হাজার ২৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৮ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৮০ বারে ১০ লাখ ৩৩ হাজার ৮২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিলিভার কনজ্যুমারের ৬.২৪ শতাংশ, আরামিট লিমিটেডের ৫.৩৯ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫.৩২ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪.৭০ শতাংশ, এসকে ট্রিমসের ৪.০২ শতাংশ, এডিএন টেলিকমের ১.৫৪ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ১.৪৯ শতাংশ দর বেড়েছে।
এসকেএস