১১৯.৪০ গুণ আয় ও ৩২.২০ গুন সম্পদ বেড়েছে ফেনীর এক উপজেলার চেয়ারম্যানের। আর স্ত্রীর প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে মাত্র দুই হাজার টাকা! বুধবার (১৫ মে) গত ২০০৯ এবং চলতি ২০২৪ সালে নির্বাচন কমিশনে দাখিল করা ওই উপজেলা চেয়ারম্যানের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
এতে দেখা যায়, গত ২০০৯ সালে জেলার দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় বার্ষিক ১ লাখ ২৬ হাজার টাকা আয় দেখিয়েছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই সময় কমিশনে দাখিল করা হলফনামায় তিনি নিজেকে ব্যবসায়ী দেখালেও ব্যবসার ধরনের কথা উল্লেখ ছিল না। ছিল না শেয়ার সঞ্চয়পত্র থেকে তাঁর কোনো আয়। কৃষি থেকে ৬০ হাজার টাকা, বাড়ি-দোকান ভাড়া থেকে ৩৬ হাজার টাকা এবং ব্যবসা থেকে ৬০ হাজার টাকা আয় দেখিয়েছিলেন দিদারুল কবির রতন।
এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দাখিল করা হলফনামায় দেখা গেছে, তার বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৫৯৬ টাকায়। আর আয়ের খাত হিসেবে দেখিয়েছে কৃষি খাতে ২৫ হাজার ৭৮০ টাকা, বাড়ি-দোকান ভাড়া বাবদ ১ লাখ ৬৭ হাজার ২১৬ টাকা, মৌসুমি মাল বিক্রি বাবদ ৩ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা, ঠিকাদারি হতে ২৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা, জনশক্তি রপ্তানি করে ৪ লাখ ৮৫ হাজার টাকা, শেয়ার ও সঞ্চয়পত্র থেকে এক কোটি টাকা, পেশা খাত হতে ৪ লাখ ৮০ হাজার টাকা এবং মৎস্য চাষ করে ১১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা ।
এছাড়া ২০০৯ সালে দাখিল করা হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ ছিল ১৬ লাখ ৯৬ হাজার ৫৮৮ টাকা। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকায়। সেই হিসেবে, গত ১৫ বছরে তাঁর মোট সম্পদের পরিমাণ বেড়েছে ৩২ দশমিক ২০ গুণ।
অন্যদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামা অনুযায়ী, স্থাবর সম্পদের মধ্যে দিদারুল কবির রতনের (অর্জনকালীন সময়ের আর্থিক মূল্য) ২ লাখ টাকার কৃষি জমি, ১ কোটি ৭০ লাখ টাকার অকৃষি জমি, ১ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ৩৯৬ টাকা মূল্যের একটি ভবন, ১ কোটি ২০ লাখ টাকার বাড়ি এবং ১১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা সমমূল্যের চা-রাবার বাগান ও মাছের খামার রয়েছে।যা ২০০৯ সালের হলফনামা অনুযায়ী ছিল যৌথ মালিকানাধীন মাত্র ৪ লাখ টাকার স্থাবর সম্পদ।
এবারের হলফনামা অনুযায়ী, দিদারুল কবির রতনের অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৫০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৩৪ লাখ ৬৬ হাজার ৭৩০ টাকা, বীমা ৬ লাখ ৫৮ হাজার ৮৬৮ টাকা, ডিপিএস ২০ লাখ ৪৬ হাজার ৮০ টাকা, একটি মোটরকার ৩০ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী এক লাখ টাকা, আসবাবপত্র এক লাখ ৫০ হাজার টাকা দেখিয়েছেন। রয়েছে ২ লাখ ৪৫ হাজার টাকার পিস্তল, শর্টগান, কার্তুজ ও বুলেটও।
এর আগে ২০০৯ সালে অস্থাবর সম্পদের মধ্যে দেখানো হয়েছিল নগদ এক লাখ ৫০ হাজার টাকা, ব্যাংকে ৫১ হাজার ৫৮৮ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৫ হাজার টাকা ও আসবাবপত্র ৯০ হাজার টাকা। ওই একই হলফনামায় তাঁর ১০ লাখ টাকার ৪০ ভরি স্বর্ণালংকারের কথা উল্লেখ ছিল। ১৫ বছর পর এবারের হলফনামায় স্বর্ণালংকারের পরিমাণ ১০ ভরি কমিয়ে ৩০ ভরির দাম দেখানো হয়েছে মাত্র ৬০ হাজার টাকা।
প্রসঙ্গত, দিদারুল কবির রতন ২০০৯ সালে প্রথমবারের মত দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান হন।
তার আগে ১৯৯০ সালে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে কিশোর বয়সেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন এ দিদারুল কবির রতন।এরপর উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার পরই দায়িত্ব পান দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতির।
পরবর্তীতে দাগনভূঞা উপজেলা ছাত্রলীগ সভাপতি এবং পর্যায়ক্রমে ২০০৩ সালে ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি ও ২০১১ সালে ফেনী জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ২০১৬ সালে সভাপতির দায়িত্ব পান।
এসকে