Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

আপনাদের পছন্দমতো ভোট দিবেন, আমার পছন্দে না: আইনমন্ত্রী

১৮ মে, ২০২৪ ২:০২ অপরাহ্ণ
আপনাদের পছন্দমতো ভোট দিবেন, আমার পছন্দে না: আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক এমপি নিজের নিরপেক্ষ অবস্থান পরিষ্কার করে বলেন,‘অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কোন পক্ষে, আপনার ইঙ্গিত কোন দিকে। আজকে এই জুমার দিনে দাঁড়িয়ে আপনাদের বলতে চাই, আমি সবসময় আপনাদের অভিভাবক। আমি সবসময় আপনাদের সন্তান। আমি সবসময় আপনাদের। আমি সকল প্রশাসনের ব্যক্তিত্বকে অনুরোধ করেছি নির্বাচন যেন সুষ্ঠু হয়।

নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছে, তাঁরা আমাকে আশ্বস্থ করেছেন নির্বাচন সুষ্ঠু হবে। আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ করবো, যারা নির্বাচন সুষ্ঠু করার জন্যে দায়িত্ব পালন করছে আপনারা তাঁদের সহযোগিতা করবেন। আমার ইঙ্গিত আমার জনগণের সঙ্গে। জনগণ যাকে পছন্দ করবে যাকে ভোট দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচিত করবে, সে-ই আমার। যে হেরে যাবে সেও আমার। যে প্রার্থী দু-জন আছে তাঁরা দুজনই আমার নিকটের। আপনারা আপনাদের পছন্দমতো ভোট দেবেন। আমার পছন্দে না। আপনাদের রায় আমার কাছে শিরোধার্য।’

গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করতে এসে আইনমন্ত্রী এসব কথা বলেন। কসবা-আখাউড়া
এই দুই উপজেলায়ই ২য় ধাপে আগামী ২১ মে ভোট হবে। কসবায় দুই চেয়ারম্যান প্রার্থীর একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাউসার ভূইয়া জীবন (আনারস প্রতীক)। তিনি এক সময় আইনমন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২৫ বছরের সঙ্গী।

অন্যদিকে ছাইদুর রহমান স্বপন (কাপ-পিরিচ প্রতীক) আনিসুল হকের ফুফাত ভাই। নির্বাচনী সমাবেশে দাঁড়িয়ে তাঁদের সমর্থক ও জনপ্রতিনিধিরা একে–অপরের মুখোশ উন্মোচন করছেন। কে কোন অপকর্মে জড়িত, কারা মাদক ব্যবসার ‘গডফাদার’ এসব তথ্য প্রকাশ করছেন জনগণের সম্মুখে।

এসকে

শেয়ার