Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

‘গুণ্ডাপাণ্ডা, হোন্ডা লাগবে এটাতে বিশ্বাস করিনা: এমপি নাসিম 

১৮ মে, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ
‘গুণ্ডাপাণ্ডা, হোন্ডা লাগবে এটাতে বিশ্বাস করিনা: এমপি নাসিম 
ফেনী প্রতিনিধি :

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, “জাতির জনকের মৃত্যুর পরে দেশে বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল। তখন বঙ্গবন্ধু সহ আওয়ামীলীগের নাম নেয়া নিষিদ্ধ হয়েছিল। পাঠ্যপুস্তকে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেয়া হয়েছিল। এমন সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পর দলীয় ঐক্য বজায় রাখা চ্যালেঞ্জ ছিল।

শেখ হাসিনার যুদ্ধ কাছ থেকে দেখেছি। তিনি ভোগবিলাস পায়ে ঠেলে মানুষের অধিকার আদায়ের লড়াই করেছেন। সাধারণ জীবনই উনার বড় বৈশিষ্ট্য। নেতাকর্মীরা সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছি। ৬ দফা সহ বঙ্গবন্ধুর সময়কালের অনেক আন্দোলন দেখেছি।

এখন রাজনীতিকে কঠিন করে ফেলেছি। কলেজ শিক্ষক, উকিল, মোক্তারকে এনপি মনেনয়ন দিয়েছেন। কার টাকা-পয়সা বেশি সেটা দেখা হতোনা। নেতৃত্বের গুনে সৎ হতে হবে। রাজনীতির ধরন পাল্টাতে হবে। কর্মীদের মানসিকতা পরিবর্তন করতে হবে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেধাবীরা রাজনীতি থেকে পিছিয়ে পড়ছে।”

আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় পৌর আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি এম. মোস্তফা। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, ফুলগাজী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন মজুমদার, অ্যাডভোকেট এএসএম শহীদ উল্যাহ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাফর উল্যাহ মজুমদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্সি মোর্শেদ আলম।

নাসিম চৌধুরী আরও বলেন, “আগামী সপ্তাহ থেকে ফুলগাজী-পরশুরামে প্রতিটা গ্রামে ঘুরবো। উঠান বৈঠক করবো। চা-বিস্কুট খাওয়াবো। গুণ্ডাপাণ্ডা, হুন্ডা লাগবে এটাতে বিশ্বাস করিনা। দরজা বন্ধ করে জনগণকে ভোট বঞ্চিত করে এমপি হবার ইচ্ছা নাই। জনগণের মন বুঝে আগামীতে নির্বাচন করবো। কারো উল্টাপাল্টা কাজের দায়িত্ব নিবোনা। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।”

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এ সভাপতি বলেন, “নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করো। কারো ভবিষ্যৎ কেউ গড়ে দেবেনা। মা-বাবার সেবা করো। প্রভাবশালী নেতা হওয়ার চেষ্টা করবেনা। জনপ্রিয় নেতা হতে হবে। প্রভাবশালী রাজনীতিক বলতে অভিধানে নেই। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে কী হয়েছে সেটা জানিনা, সামনের দিকে চলতে চাই।”

সভায় ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, মহামায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিনু, ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, সাবেক চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তার হোসেন স্বপন, মহামায়া ইউনিয়ন সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন, পৌর যুবলীগ সভাপতি কাজী নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহবায়ক নুরুল করিম সবুজ প্রমুখ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন নাসিম চৌধুরী।

এসকে

শেয়ার