Top
সর্বশেষ

চট্টগ্রামে পথচারীদের ধাক্কা দিয়ে পুকুরে লরি, শিশুসহ নিহত ৩

১৮ মে, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
চট্টগ্রামে পথচারীদের ধাক্কা দিয়ে পুকুরে লরি, শিশুসহ নিহত ৩

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। তার নাম তাসফিয়া (২০)। তিনি এর আগে মারা যাওয়া আসাদুজ্জামান সানির স্ত্রী। এ নিয়ে এই দুর্ঘটনায় মারা গেছেন স্বামী-স্ত্রীসহ তিন জন। মারা যাওয়া অন্যজন পুকুরে নিখোঁজ তাসফিয়ার বোনের ছেলে নাজমুস সাকিব (৮)।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও তিন জন। তারা হলেন- তাসফিয়ার বড় বোন ও নাজমুস সাকিবের মা নুসরাত জাহান (৩৫), মো. ইমরান (৮) ও নুরুল আমিন (২১)।

পুলিশ জানায়, শনিবার (১৮ মে) দুপুর ১টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা আহত তাসফিয়ার মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার (১৭ মে) রাত ৮টার দিকে নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন বাটারফ্লাই পার্কের সামনে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পুকুরে গিয়ে পড়ে। লরির ধাক্কায় পাঁচ পথচারী গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর ছেলে আওয়ামী লীগ নেতা ওয়াহিদ চৌধুরী বলেন, সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থেকে আসা একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ৬ পথচারী লরির নিচে চাপা পড়ে। তাদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লরির নিচে চাপা পড়ে নিখোঁজ হন নাজমুস সাকিব নামে এক শিশু।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (এএসআই) নুরে আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত পাঁচ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়। এদের মধ্যে আসাদুজ্জামান সানি নামে একজন শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দুপুর ১টার দিকে তাসফিয়া নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম জানান, লরির ধাক্কায় শিশু নাজমুস সাকিব সড়কের পাশে ওই পুকুরে পড়ে নিখোঁজ হয়।

তিনি জানান, তিন মাস আগে বিয়ে হয় সানি-তাসফিয়ার। শুক্রবার সকালে পতেঙ্গার নাজিরপাড়া এলাকায় তাসফিয়ার বোন নুসরাতের বাসায় বেড়াতে যান। বিকেলে নুসরাত ও তার ছেলে নাজমুস সাকিবকে নিয়ে নেভালে বেড়াতে যান তারা। সড়কের পাশ দিয়ে হাঁটার সময় নিয়ন্ত্রণ হারানো লরিটি তাদের ধাক্কা দিলে পাঁচজন আহত হন। ওই সময় সাকিবকে টেনেহিঁচড়ে নিয়ে লরিটি পুকুরে গিয়ে পড়ে। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে রাত পৌনে ১২টার দিকে মৃত অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে।

এসকে

শেয়ার