Top

৯ মাসের মধ্যে নিকেলের দর সবচেয়ে বেশি

১৮ মে, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ
৯ মাসের মধ্যে নিকেলের দর সবচেয়ে বেশি

আন্তর্জাতিক বাজারে নিকেলের দাম আরও বেড়েছে। সম্প্রতি দরকারি ধাতুটির দর গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ নিকেল উৎপাদক নিউ ক্যালেডোনিয়া। এটি ফ্রান্স শাসিত অন্যতম সমৃদ্ধ অঞ্চল। বর্তমানে সেখানে অস্থিরতা বিরাজ করছে। ফলে ধাতুটির উৎপাদন কমেছে। স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধি পেয়েছে।

গত শুক্রবার লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের হিসাবে নিকেলের দর বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম স্থির হয়েছে ২০ হাজার ৯০০ ডলারে। দিনের শুরুতে যা ছিল ২১ হাজার ১৫০ ডলার। ২০২৩ সালের আগস্টের পর তা সবচেয়ে বেশি।

প্রখ্যাত বিশ্লেষক ড্যান স্মিথ বলেন, ক্রেতারা বেশি নিকেল কিনছেন। ফলে স্বল্প মেয়াদে ধাতুটির দাম আরও বাড়তে পারে। কিন্তু সবরবরাহ পর্যাপ্ত হলে দর পড়ে যাবে।

সম্প্রতি নিউ ক্যালেডোনিয়ায় দাঙ্গার সৃষ্টি হয়। স্থানীয় নির্বাচনে অভিবাসীদের ভোটাধিকার দিতে আনা নির্বাচনী সংস্কার পরিকল্পনার প্রতিবাদে এমনটি হয়। যেটি নিয়ন্ত্রণে অঞ্চলটির রাজধানী নৌমিয়াতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে এখনও অচলাবস্থা বিরাজ করছে।

বিশ্বের অন্যতম বৃহৎ নিকেল উৎপাদক নিউ ক্যালেডোনিয়া। গত বছর মোট বৈশ্বিক চাহিদার ৬ শতাংশ ধাতুটি উৎপাদন করে তারা। তবে এবার রাজনৈতিক অস্থিরতার কারণে সেখান থেকে সরবরাহ ব্যাহত হতে পারে। ফলে দাম বেড়েছে।

শেয়ার