Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

শাপলুর বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯ মে, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ
শাপলুর বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাহাব উদ্দিন বেগ শাপলুর বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মে) দুপুরে পৌরসভার কলেজপাড়ায় লিখিত বক্তব্যে মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাহাব উদ্দিন বেগ শাপলু বলেন, ‘অপপ্রচারের রাজনীতি করে ফায়দা লুটতে চাচ্ছে একটি মহল। আমি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের আখাউড়া উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছি। তবে এ নির্বাচনের প্রচারণার কোন সময় নিজেকে দলীয় প্রার্থী বলে জাহির করিনি। নির্বাচনের প্রথম থেকে আখাউড়া উপজেলার সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়ায় আমি অভিভূত হয়েছি।

দলমত নির্বিশেষে ভাইস চেয়ারম্যান পদে আমার মাইক মার্কার জনসমর্থন দেখে প্রতিপক্ষের লোকজনের মাথা নষ্ট হয়ে গেছে। ফলে একটি সুন্দর পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা।’

তিনি আরও বলেন, ‘আমি বরাবরই সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি। কাউকে হুমকি ধমকি দেয়ার প্রশ্নই উঠে না। যারা এসব প্রশ্ন তুলছে তাদের অতীত ইতিহাস এবং বর্তমান অবস্থান আপনারা সকলেই জানেন। নির্বাচনকে সামনে রেখে আমি তাদের নামে কিছু বলতে চাই না। আমি শুধু বলবো জনগণের শক্তিকে সাথে নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি ফলে জয়ের বিষয়ে আমি ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। আপনারা জাতির বিবেক হিসেবে সত্যিটা তুলে ধরেন। যাতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে না পারে। নির্বাচনের দিন তাদের জল ঘোলার ষড়যন্ত্র রুখতে আপনাদের তৎপরতা প্রত্যাশা করছি।’

প্রসঙ্গত, এর আগে গত শনিবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. জুয়েল রানা (টিউবওয়েল) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘শাসক দলের ছাত্র সংগঠনের সভাপতি, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি ও তার সমর্থকরা প্রচার করছে তাকে আওয়ামীলীগ সমর্থন দিয়েছে। এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে। আমার বৈঠক-সভাতে উপস্থিত হওয়া লোকজনকে নির্বাচনের পরে দেখে নেবে বলে ওই প্রার্থী ও তার কর্মীরা হুমকি দিচ্ছেন। জোর করে ভোট ছাপিয়ে নিবে বলেও প্রচার করছে। এমন পরিস্থিতিতে আমি সুষ্ঠু ভোটের ব্যাপারে আশঙ্কা করছি।’

শেয়ার