Top

রেনল্টের গাড়িতে আকর্ষণীয় অফার

১৯ মে, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
রেনল্টের গাড়িতে আকর্ষণীয় অফার

কয়েকদিন আগে একাধিক গাড়িতে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে টাটা মোটরস। মোট মূল্যে ৬০০০০ রুপি পর্যন্ত ছাড় দিয়েছে তারা। এবার সেই তালিকায় নাম লেখালো রেনল্ট ইন্ডিয়া। একাধিক গাড়ির জন্য অফার ঘোষণা দিয়েছে তারা। জি বিজনেসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, কিগার কমপ্যাক্ট এসইউভি, কিউইড হ্যাচব্যাক এবং ট্রাইবার সেভেন সিটার গাড়িতে দুর্দান্ত অফার দিয়েছে রেনল্ট ইন্ডিয়া। এগুলোর মধ্যে নগদ ছাড়, এক্সচেঞ্জ বেনিফিট, লয়্যালটি বোনাস অন্তর্ভুক্ত রয়েছে।

রেনল্ট ব্র্যান্ডের গাড়ির স্ক্র্যাপেজ স্কিমে অংশগ্রহণকারীদের জন্য অতিরিক্ত এক্সচেঞ্জ সুবিধা দেয়া হবে, যা আর.ই.লিআই.ভি.ই নামে পরিচিত। উভয় কোম্পানির অফার চলবে মে মাসজুড়ে।

রেনল্ট কিগার
এটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের সেগমেন্টের অন্যতম জনপ্রিয় গাড়ি। এর একাধিক ভ্যারিয়েন্ট বর্তমানে ভারতের বাজারে বিক্রি হচ্ছে। যেগুলোর দাম ৬ থেকে ১১ লাখ ২৩ হাজার রুপি।

গাড়িটিতে ৪টি ইঞ্জিন এবং গিয়ারবক্সের কম্বিনেশনের সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে মে মাসে সর্বোচ্চ ৪০০০০ রুপি পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। স্পষ্টভাবেই এসইউভির বিভাগে বর্তমানে সেরা বিকল্প হয়ে উঠেছে গাড়িটি।

রেনল্ট কিউইড
রেনল্টের সবচেয়ে ছোট গাড়ি হলো কিউইড। এতে একটি ৬৮ হর্সপাওয়ার, ১ দশমিক ০ লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে। এক্ষেত্রে চলতি বছরের মে মাসে সর্বোচ্চ ৪০০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা।

ভারতীয় বাজারে গাড়িটির দাম শুরু হচ্ছে ৪ লাখ ৭০ হাজার রুপি থেকে। কিউইডের টপ স্পেক ভ্যারিয়েন্টটির দাম ৬ লাখ ৪৫ হাজার রুপি। বর্তমানে গাড়িটি মারুতি সুজুকি অল্টো কে১০-এর মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করছে।

রেনল্ট ট্রাইবার
এটি ডিসটিঙ্কটিভ কম্যাক্ট সেভেন সিটার গাড়ি। বর্তমানে ভারতের বাজারে গাড়িটির দাম শুরু হচ্ছে ৬ লাখ রুপি থেকে। এর সর্বোচ্চ দাম ৮ লাভ ৯৮ হাজার রুপি। এতে একটি ৭২ হর্সপাওয়ার, ১ দশমিক শূন্য লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে। এতে ৩৫০০০ রুপি ছাড় দিচ্ছে রেনল্ট। চলতি মাসে গাড়িটি কেনার ক্ষেত্রে দুর্দান্ত ছাড়ের সুবিধা পাবেন ক্রেতারা।

প্রসঙ্গত, অফারগুলো স্থান এবং স্টকে থাকা গাড়িগুলোর পরিমাণের ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। সুনির্দিষ্ট ছাড় পেতে বাড়ির কাছে স্থানীয় ডিলারের পরামর্শ নিতে বলা হয়েছে।

শেয়ার