Top

বিশ্ববাজারে সয়াবিনের দাম আরও বাড়লো

১৯ মে, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ
বিশ্ববাজারে সয়াবিনের দাম আরও বাড়লো

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও বেড়েছে। বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে তেলবীজটির উৎপাদন ধীর হয়েছে। এতে বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ফলে কৃষিজ পণ্যটির দর বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ব্রাজিলের দক্ষিণ অঞ্চলে আরও বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এতে সেখানে বন্যায় সয়াবিনের ব্যাপক ক্ষতি হতে পারে। সঙ্গত কারণে তেলবীজটির মূল্য ঊধ্র্বমুখী হয়েছে।

এই পরিস্থিতিতে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) আগামী জুলাইয়ের সয়াবিনের সরবরাহ মূল্য বেড়েছে ১০ সেন্ট। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১২ ডলার ২৬ সেন্টে।

গত সপ্তাহে ব্রাজিলের বন্যা বিধৌত রিও গ্রান্ডে ডো সুলে সয়াবিনের চাষ মন্থর হয়েছে। সেখানে টানা বর্ষণ হয়েছে। তবে সেই পানি বের হতে পারেনি। ফলে তেলবীজটির উৎপাদন কমতে পারে। স্বাভাবিকভাবেই কৃষিজ পণ্যটির দাম চড়া হয়েছে।

ব্রাজিলিয়ান শস্য সংস্থা এমাটের জানিয়েছে, এমনিতেই সয়াবিনের মান ভালো ছিল না। এর ওপর বৃষ্টি হয়েছে। তাতে ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দর ঊধ্র্বগামী হয়েছে।

শেয়ার