Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

উপজেলা নির্বাচন: খাগড়াছড়িতে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

২০ মে, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন: খাগড়াছড়িতে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে সদর উপজেলা নির্বাচনে সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে থেকে এসব ভোটদান সামগ্রী ও দূরবর্তী ১৫ কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পৌঁছে দেয়া হচ্ছে। খাগড়াছড়ি সদরের ৪১টি কেন্দ্রে বাকি ২৬টি কেন্দ্রে ব্যালট পেপার যাবে আগামীকাল নির্বাচনের দিন সকালে।

খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ নারী প্রার্থী মাঠে লড়ছেন।

তার মধ্যে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীক নিয়ে দিদারুল আলম, (মোটরসাইকেল) প্রতীকে আকতার হোসেন, (কই মাছ) প্রতীকে জ্ঞান রঞ্জন ত্রিপুরা, (টেলিফোন) প্রতীক নিয়ে সুশীল জীবন ত্রিপুরা, (দোয়াত কলম) প্রতীকে সন্তোষিত চাকমা বকুল ও নজরুল ইসলাম ইসলাম (লাঙ্গল) প্রতীক।
ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মো: আসাদ উল্লাহ (বই), মো: এরশাদ হোসেন (চশমা),ক্যউচিং মারমা (তালা), শাহাব উদ্দিন সরকার (টিউবওয়েল), মো. আবু হানিফ (টিয়াপাখি)। মহিলা ভাইস-চেয়ারম্যানদের মধ্যে, কল্যাণী ত্রিপুরা (কলস) নিউসা মগ (প্রজাপতি), নিপু ত্রিপুরা (ফুটবল) মাঠে লড়ছেন।

আগামীকাল ২১ মে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় খাগড়াছড়ি সদর উপজেলা, পানছড়ি ও দীঘিনালায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে । তার মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯২ হাজার ৮শ ৬৪ । পুরুষ ৪৭ হাজার ৮শ ৯৫, নারী ৪৪ হাজার ৯শ ৬৯ বলে জানান নির্বাচন অফিস সূত্র।

২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি রিটানিং অফিসার ও খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ বলেন, সকল ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এখানে পুলিশ, বিজিবি, র‌্যাব, ও আনসার সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা থাকবে।

এসকে

শেয়ার