Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফেনীতে কিশোরের পায়ুপথে টয়লেটের ব্রাশ ঢুকিয়ে নির্যাতন

২০ মে, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
ফেনীতে কিশোরের পায়ুপথে টয়লেটের ব্রাশ ঢুকিয়ে নির্যাতন
ফেনী প্রতিনিধি :

ফেনীতে তানভির আহমেদ নয়ন (১৫) নামে এক কিশোরকে বাথরুমে ডেকে নিয়ে পায়ুপথে টয়লেট পরিষ্কারের ব্রাশ ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে। গুরুতর আহত ওই কিশোর বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নির্যাতিত নয়ন ছাগলনাইয়া বাজারের একটি দোকানের কর্মচারী এবং ওই উপজেলার উত্তর জশপুর গ্রামের বাসিন্দা।

সোমবার (২০ মে) সকালে এ বিষয়ে অভিযোগ করে ভুক্তভোগী কিশোরের ভাই আবদুর রহমান বলেন, শনিবার কর্মস্থল থেকে যোহরের নামাজ পড়তে বের হয় নয়ন। নামাজ শেষে ফেরার সময় আহমেদ শপিং সেন্টারে নিচে অপরিচিত এক ব্যক্তির মাথায় বস্তা তুলে দিতে তার নিকট সহযোগিতা চান।

এ সময় সহযোগিতা করতে সে ওই সেন্টারের দোতলায় ওঠার সময় পেছন থেকে আরও একজন অপরিচিত ব্যক্তি তার পিছু নেয়। পরে তারা দু’জন মিলে নয়নকে ওই সেন্টারের ৩য় তলায় তুলে হাত-পা বেঁধে যৌন নির্যাতন শুরু করে। এক পর্যায়ে ওই দুই নরোপশু বাথরুম পরিষ্কারের কাজে ব্যবহৃত ব্রাশটি জোর করে তার পায়ুপথে ঢুকিয়ে দেয়।

এক পর্যায়ে ওই ব্রাশটি ভেঙে একটি অংশ কিশোরের পায়ু পথে আটকে যায়। এতে ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে অভিযুক্তরা পালিয়ে যায়। দীর্ঘ ২ ঘণ্টা ওই বাথরুমে পড়ে থেকে নানা চেষ্টার পর হাতের বাঁধনটি খুলে নয়ন তার দোকানিকে কল দেয়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অস্ত্রপাচারের মাধ্যমে তার পায়ুপথ থেকে ব্রাশের ভেঙে যাওয়া অংশ বের করা হয়। এ বিষয়ে নয়ন সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তার ভাই।

এব্যাপারে জানতে চাইলে ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসকে

শেয়ার