Top

সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যানকে এসএসসি ৯১ ব্যাচের বন্ধুদের অভিনন্দন

২০ মে, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যানকে এসএসসি ৯১ ব্যাচের বন্ধুদের অভিনন্দন

সীতাকুন্ড উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী রাজুকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার এসএসসি ৯১ ব্যাচের বন্ধুরা।

সম্প্রতি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় তারা আরিফুল আলম চৌধুরী রাজুকে ক্রেস্ট প্রদান করেন।

সাক্ষাৎকালে ৯১ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন- আলাউদ্দিন রাশেদ, মোজাফফর, আমজাদ, হান্নান, শিমুল বেলাল, মোফাক্ষর প্রমূখ। তারা নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী রাজুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এসময় সীতাকুন্ড উপজেলার এস এস সি ৯১ ব্যাচের শিক্ষার্থী সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পরিচালক (বিজনেস সাসটেইনএবিলিটি ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স) মো. শহীদুল ইসলাম জানান, মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমরা বন্ধুরা খুব আনন্দিত।

তিনি বলেন, আশা করছি নবনির্বাচিত চেয়ারম্যান সীতাকুন্ড উপজেলার উন্নয়ন এবং স্থানীয় জনগণের পাশে থেকে তাঁদের সেবা করবেন।

বিএইচ

শেয়ার