Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর ও নবীনগর উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

২০ মে, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর ও নবীনগর উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার(২০মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ওই তিন উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এসময় তিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং কর্মকর্তা, প্রার্থী এবং প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে সদর উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লোকমান হোসেন (কাপ-পিরিচ), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন (আনারস) , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন( ঘোড়া), সৌদি আরবের রিয়াদস্থ আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব কাজী সেলিম রেজা (দোয়াত কলম) পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

বিজয়নগর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেত্রী নাছিমা মুকাই আলী (ঘোড়া), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. রফিকুল ইসলাম (কাপ-পিরিচ), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল জাবেদ (আনারস), মোঃ মোশাহেদ হোসেন (মুকুট), হারুনুর রশিদ (পদ্মফুল) এবং মুজিবুর রহমান (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতীক পেয়েছেন।

নবীনগর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস (ঘোড়া), বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো (চিংড়ি মাছ), উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক নুরুন্নাহার বেগম (টেলিফোন), কেন্দ্রীয় যুবলীগের সদস্য এইচ.এম. আল আমিন আহমেদ (মোটরসাইকেল), বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক হাবিবুর রহমান (দোয়াত কলম), নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম (কাপ পিরিচ), বিএনপির সমর্থক ফারুক আহমেদ (আনারস) এবং মো. আবদুল মতিন (হেলিকপ্টর) প্রতীক পেয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী বিভিন্ন প্রতীক পেয়েছেন।
এসকে

শেয়ার