ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন যে কোন সময় হত্যা হতে পারেন বলে আশঙ্কা করছেন।
আজ সোমবার (২০মে) বেলা দেড়টার দিকে তাঁর কসবাস্থ বাসভবনে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষ কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দ্বারা হত্যার আশঙ্কার কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁর নির্বাচনের প্রধান সহকারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশকে রোববার রাতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ কাপ পিরিচ এর সমর্থকরা কুপিয়ে গুরুতর জখম করেছে। তার অবস্থা আশংকাজক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অপর সমর্থক লেশিয়ারা গ্রামের মনির ডিলারের বাড়ি ভাঙচুর এবং মারধর করা হয়েছে।
তিনি বলেন, আমি আওয়ামী লীগের একজন ত্যাগী মানুষ। আমি ছাত্রলীগ, যুবলীগ করেছি। আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ছিলাম। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমান উপজেলা চেয়ারম্যান। আমি দুই বার মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের এপিএস ছিলাম। আমার নির্বাচনী গাড়ী ভাঙচুর করা হয়েছে। আমি কোন নিরাপত্তার মধ্যে নেই। যেকোন সময় আমাকে মেরে ফেলতে পারে। আমি মাননীয় আইনমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার ও মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
তিনি বলেন, উপজেলার ৮৩টি ভোট কেন্দ্র রয়েছে। তাদের মধ্যে শাহপুর, শিমরাইল, ধজনগর, পানিয়ারুপসহ কয়েকটি এলাকায় তিনি নির্বাচনী প্রচারনা করতে পারেননি। সেখানে গেলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তাদের সমর্থদের মারধর করা হচ্ছে। তাই ৩৮টি নির্বাচনী কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আফজাল হোসেন রিমন ও তাঁর সমর্থিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মো. সাইদুর রহমান স্বপন বলেন, আমার সমর্থিত লোকজনদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমদাদুল হক পলাশের উপর আক্রমণের বিরুদ্ধে আমি ও আমার সমর্থিতরা কেউ জড়িত নয়। উল্টো আনারস প্রতীকের সমর্থকরা আমার সমর্থিতদের ভয়ভীতি দেখাচ্ছে।
এসকে