Top

বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ

২০ মে, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ

আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। সোমবারও (২০ মে) নিরাপদ আশ্রয় ধাতুটির দরে বড় উত্থান ঘটেছে। এদিন প্রতি আউন্সের মূল্য সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, সম্প্রতি অর্থনৈতিক উপাত্ত প্রকাশ করেছে বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র। তাতে জানা যায়, দেশটিতে মূল্যস্ফীতি আগের চেয়ে সামান্য কমেছে। ফলে আগামী সেপ্টেম্বরে সুদের হার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় বুলিয়ন বাজার ব্যাপক চাঙা হয়েছে।

পরিপ্রেক্ষিতে সোমবার ( ২০ মে) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২৪১৬ ডলার ২০ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ২৪৪৯ ডলার ৮৯ সেন্ট। ইতিহাসে তা সর্বকালের সর্বোচ্চ। অর্থাৎ এর আগে এত দর দেখেননি বিশ্ববাসী।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এক্সিনিটি গ্রুপের প্রধান বাজার বিশ্লেষক হ্যান ত্যান বলেন, আবারও ফেডের সুদের হার হ্রাসের সম্ভাবনা জোরালো হয়েছে। এমনটি বাস্তবে হলে ইউএস ডলারের মান কমবে। পাশাপাশি রুপা, প্লাটিনাম, প্যালাডিয়ামের দর বেড়েছে। ফলে স্বর্ণের মূল্য ঊধ্র্বমুখী হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক উপাত্তে দেখা যায়, গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রত্যাশার চেয়ে কম বেড়েছে। এর মানে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। এখন তা নিম্নমুখী প্রবণতায় রয়েছে। তাতে আগামী সেপ্টেম্বরে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা জোরদার হয়েছে।

তেমনটি হলে নন-ইল্ডিং বুলিয়ন কাছে রাখার খরচ কমে যাবে। কারণ, ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার উত্থান ঘটবে। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন বৃদ্ধি পাবে। যে প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ধাতুটির দর আরও বাড়বে।

শেয়ার