Top

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

২১ মে, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রে এখনো প্রত্যাশা অনুযায়ী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি। ফলে দীর্ঘমেয়াদে সুদের হার উচ্চ স্তরে রাখতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই আশায় মার্কিন ডলারের মান ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগামী সময়ে বিশ্ববাজারে জ্বালানির চাহিদা কমতে পারে। ইতোমধ্যে এ নিয়ে হতাশ ভোক্তারা।

এই পরিস্থিতিতে মঙ্গলবার (২১ মে) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৮২ ডলার ৬৩ সেন্টে।

একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) আগামী জুনের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ০৭ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭৮ ডলার ৭৩ সেন্টে।

আলোচ্য কর্মদিবসে বেঞ্চমার্কটির সবচেয়ে সক্রিয় ক্রুড অয়েলের আসন্ন জুলাইয়ের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ। ব্যারেলে দাম দাঁড়িয়েছে ৭৮ ডলার ২৮ সেন্টে।

এর আগে সোমবার (২০ মে) উভয় বেঞ্চমার্কের দরপতন ঘটে ১ শতাংশ। ওই দিন ইউএস ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা জানান, সুদের হার কমানোর কথা বিবেচনা করার আগে মূল্যস্ফীতি ধীর হওয়ার আরও সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ফুজিতমি সিকিউরিটিজের বিশ্লেষক তোশিতাকা তাজওয়া বলেন, ধারণা করা হয়েছিল আগামী সেপ্টেম্বরে সুদের হার কমাতে পারে ফেড। তবে এখন দেখা যাচ্ছে, সেটা বিলম্বিত হতে পারে। ফলে বিশ্বব্যাপী তেলের চাহিদা দুর্বল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ভয়ে জ্বালানি পণ্যটির বিক্রি বাড়িয়েছেন ক্রেতারা। ফলে দর কমেছে।

শেয়ার