আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে কলকাতায় হত্যা করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কিছু বলা যাবে না। ভেতরে ভেতরে তিনি অপরাধী কিনা, তা তো প্রমাণ হতে হবে। এখন যেই লেখালেখি হচ্ছে, সাংবাদিকরা আগে কি করেছেন?
বৃহস্পতিবার (২৩ মে) আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের সাথে পরিচিতি সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অর্থ পাচারের জন্য বিএনপি সুপরিচিত। অর্থ পাচারকারী তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। নিজেরা যে অপরাধে অপরাধী তারা এখন অন্যের উপর অপরাধের দায় চাপাতে চায়। এখন বলছেন চোরাকারবারি, আগে এই তথ্য পাননি কেন? সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন তিনি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে হতাশার কোনো কারণ নেই। উত্থান পতন আছে। তবে মোটামুটি সন্তোষজনক পরিস্থিতি। ফুটবলে আরেকটু ভালো করা দরকার ছিল। তবে হতাশ নই, বাংলাদেশ পারবে। প্রধানমন্ত্রী ক্রীড়াবান্ধব। শেখ হাসিনার মতো কমিটেড, ক্রাইসিস ম্যানেজার আর কে আছেন?
গত ঈদেও সড়কে ভোগান্তি ছিলো না সামনের ঈদেও কোনো ভোগান্তি হবে না। বাংলাদেশ বিশ্বে বিস্ময়, ফুটবলেও বিস্ময় হতে পারলে ভালো লাগতো বলে জানান তিনি।
এম জি