Top
সর্বশেষ

বাঞ্ছারামপুরে জনপ্রিয়তার শীর্ষে তিন প্রার্থী

২৫ মে, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
বাঞ্ছারামপুরে জনপ্রিয়তার শীর্ষে তিন প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

তৃতীয় ধাপে আগামী ২৯শে মে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচন। বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে সায়েদুল ইসলাম ভুঁইয়া বকুল (টিয়া পাখি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আক্তার (হাঁস) দলীয় সমর্থন পাওয়ায় প্রচারণা সহ বিজয়ের পথে এগিয়ে রয়েছেন। দলের প্রতি ত্যাগ, ব্যক্তি ইমেজ এর জন্য এই তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে এগিয়ে রয়েছেন বলে জানা যায়। জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন তারা। এই তিনজনকে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন এ.বি তাজুল ইসলাম তাজ (অবঃ) সমর্থন দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। মিটিং-মিছিল নিয়ে নির্বাচনী মাঠে সবচেয়ে বেশি সরব তারা।

খোঁজ নিয়ে জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সমর্থন পাওয়ায় প্রচার প্রচারণা সহ বিজয়ের পথে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (ঘোড়া)। ২০ বছর ধরে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনি। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব এবং দুই বার নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান। তিনি বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এবং বাঞ্ছারামপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। সবদিক দিয়ে উনি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ক্যান্ডিডেট বলা যায়।

এদিকে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার (আনারস) ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপির ভাতিজা ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান তিনি।ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে লড়ছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এমপির ভাতিজা হওয়া সত্ত্বেও নানান কারণে তুষারের ভোটের মাঠের অবস্থা ভালো না। অন্য চেয়ারম্যান প্রার্থী এবিএম আলী কাউসার (মোটরসাইকেল) এর ও একই অবস্থা। বর্তমান চেয়ারম্যান ছাড়া অন্য প্রার্থীদের প্রচারণা, মিটিং- মিছিল ও তুলনামূলক কম।

ভাইস চেয়ারম্যান পদে দুই জন মামুন পারভেজ (বই) ও সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল (টিয়া পাখি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সায়েদুল ইসলাম ভুঁইয়া বকুল সদর ইউনিয়নের নয় বছর ইউপি চেয়ারম্যান ছিলেন। তাছাড়া উপজেলা যুবলীগের সভাপতি এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তিনি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন আফরোজা আক্তার রশ্নি (কলস), জলি আক্তার (হাঁস) ও মোসাম্মৎ ইয়াসমিন নূর বুলকা (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাঁস প্রতীকের জলি আক্তার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের তিন বারের সফল মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কলস প্রতীকের প্রার্থী আফরোজা আক্তার রশ্নি ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। তিনিও ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

এদিকে সাধারণ ভোটার ও সচেতন মহল সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য প্রার্থীকে বিজয়ী করতে চান। বিএনপি ও তাদের শরীক দলগুলো উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে না৷ তাই স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন তাজ ও আওয়ামীলীগ সমর্থিত ওই তিন প্রার্থীর প্যানেলের বাহিরে ভোট খুব একটা পড়বে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদেরকে পরাজিত করার মতো শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।

নির্বাচনী সভায় আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থীর পক্ষে ভোট চেয়ে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে ক্যাপ্টেন এ.বি. তাজুল ইসলাম এমপি বলেন, ‘বাঞ্ছারামপুর হলো এক পরিবার। আমি যেই প্রার্থীদের মনোনীত করেছি আমার বিশ্বাস আপনারা তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে উপজেলার সেবা করার সুযোগ করে দিবেন। আপনাদের যদি আমার প্রতি আস্থা থাকে, বাঞ্ছারামপুরের ডেভেলপমেন্ট যদি আপনারা চান এবং আপনারা যদি ক্যাপ্টেন তাজের নীতিতে আদর্শে বিশ্বাস করেন, আমি যেই প্রার্থী দিয়েছি, যেই প্রার্থীকে সমর্থন করছি, সেই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়লাভ করাবেন। আপনাদের উন্নয়ন, আপনাদের ডেভেলপমেন্ট সমস্ত কিছুর দায়দায়িত্ব আমার। আমি বিশ্বাস করি আমার অনুরোধে ২৯ তারিখে যে ভোট হবে সেই ভোটে একটু কষ্ট করে হইলেও আপনারা ভোট দিতে যাবেন।’

বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল জানান, চেয়ারম্যান পদে সিরাজুলকে, ভাইস চেয়ারম্যান পদে তাকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলিকে সমর্থন দিয়ে উপজেলা আওয়ামীলীগ প্যানেল তৈরি করেছেন। নির্বাচন সুষ্ঠু হবে বলেও জানান তিনি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জলি আক্তার জানান, সারা বাংলাদেশের এমপিদের মধ্যে ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি অত্যন্ত বিচক্ষণ এবং খুব বিজ্ঞ। তৃণমূলের নেতাকর্মী এবং আওয়ামী লীগের নীতি নির্ধারকরা তাদের তিনজনকে দলের বেস্ট ক্যান্ডিডেট বলে এমপি মহোদয়কে জানান। পরে এমপি যাচাই-বাছাই করে, চিন্তা-ভাবনা করে সকলের মতামত নিয়ে তাদের তিনজনকে সমর্থন দিয়ে প্যানেল করে দিয়েছেন।

এসকে

শেয়ার