Top

বিশ্ববাজারে তামার দাম আরও কমলো

২৫ মে, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ
বিশ্ববাজারে তামার দাম আরও কমলো

আন্তর্জাতিক বাজারে তামার দাম আরও কমেছে। বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার চড়া রাখতে পারে। ফলে দেশটির তথা প্রধান বৈশ্বিক মুদ্রা ডলারের মান ঊধ্র্বমুখী রয়েছে। পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ইতোমধ্যে চীনে তামার চাহিদা কমেছে। প্রয়োজনীয় ধাতুটির দাম কমার নেপথ্য কারণ এটিও।

শুক্রবার (২৪ মে) লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ৩ মাস মেয়াদি তামার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য স্থির হয়েছে ১০ হাজার ৩৬১ ডলারে।

গত সোমবার এলএমই’তে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল তামার দর। কিছু তহবিল পাওয়ার আশায় এই ঊধ্র্বমুখিতা তৈরি হয়েছিল। তবে এরপরই ধাতুটি দর হারাতে থাকে।

সবমিলিয়ে চলতি সপ্তাহে তামার দাম কমেছে ২ দশমিক ৪ শতাংশ। সাপ্তাহিক ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহের পর তা সবচেয়ে বেশি পতন।

কোপেনহেগেনভিত্তিক স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশলের প্রধান ওলে হ্যানসেন বলেন, কিছুদিন আগেও তামার দাম বাড়ছিল। কারণ, বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়িয়েছিলেন। সেই সঙ্গে বিক্রিও বেড়েছিল। অবশেষে তাতে ধাক্কা লেগেছে।

তিনি বলেন, গত কয়েকদিন তামার দর নিম্নমুখী রয়েছে। এখনও সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ায়নি। তবে এটা স্বল্প মেয়াদে হবে বলে ধারণা করা হচ্ছে।

তামাকে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্বাস্থ্যের অন্যতম নির্দেশক হিসেবে ধরা হয়। বৈদ্যুতিক উপকরণ এবং শিল্প খাতের যন্ত্রাংশ তৈরিতে ধাতুটির ব্যবহার ব্যাপক।

শেয়ার