Top
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের বড় দরপতন

২৬ মে, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের বড় দরপতন

যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের বড় দরপতন ঘটেছে। শুক্রবার (২৪ মে) জ্বালানি পণ্যটির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৫ শতাংশ। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামী ২ সপ্তাহে প্রাকৃতিক গ্যাসের চাহিদা কম থাকতে পারে। তবে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে উত্তোলন বেড়েছে। ফলে জ্বালানি পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এসময়ে প্রাকৃতিক গ্যাসের মজুত ২৭ শতাংশের ওপরে থাকতে পারে।

এই প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে আগামী জুনের প্রাকৃতিক গ্যাসের সরবরাহ দর কমেছে ১৩ দশমিক ৭ সেন্ট বা ৫ দশমিক ২ শতাংশ। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমবিটিইউ) দাম স্থির হয়েছে ২ ডলার ৫২০ সেন্টে। গত ১৬ মে’র পর তা সবচেয়ে কম।

সবমিলিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৪ শতাংশ। কিন্তু আগের ৩ সপ্তাহে তা ৬৩ শতাংশ বেড়েছিল।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এলএসইজি বলছে, গত ১ মে যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্যে ৯৬ দশমিক ২ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফডি) প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছিল। বিগত ১৫ সপ্তাহে যা ছিল সর্বনিম্ন। সেই থেকে এখন ১ দশমিক ৫ বিসিএফডি বেড়েছে।

শেয়ার