Top

আবারও বাংলাদেশের রেটিং কমালো ফিচ

২৭ মে, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
আবারও বাংলাদেশের রেটিং কমালো ফিচ

আবারও বাংলাদেশের রেটিং কমিয়েছে ফিচ রেটিংস। এদেশের রেটিং ‘বিবি মাইনাস’ থেকে ‘বি প্লাস’ এ নামিয়ে এনেছে তারা। তবে অর্থনৈতিক পূর্বাভাস (আউটলুক) স্থিতিশীল বলে জানিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থাটি।

সোমবার ( ২৭ মে) বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের ওয়েবসাইটে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফিচ। তাতে এসব তথ্য জানা গেছে।

সংস্থাটি বলছে, বাংলাদেশের অর্থনীতির ব্যাহ্যিক খাতে অবনতি ঘটেছে। ২০২২ সালের পর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষয় ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তবে তা যথেষ্ট নয়।

মার্কিন ডলারের বিপরীতে টাকার দরপতন অব্যাহত রয়েছে। সম্প্রতি ক্রলিং পেগ পদ্ধতি চালু করেছে এদেশের কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বিদ্যমান সমস্যা সমাধানে কতটুকু কার্যকর হবে তা নিশ্চিত নয়।

সর্বোপরি, বহিঃস্থ বিষয়গুলো ক্রমাগত দুর্বল হচ্ছে। সাম্প্রতিক নীতি সংস্কার সত্ত্বেও সেগুলো সমাধাপন চ্যালেঞ্জিং হতে পারে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য বাহ্যিক বিষয়গুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এদেশে এখনও মূল্যস্ফীতি চড়া রয়েছে। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সংস্কার অনুসরণ করছে। ইতোমধ্যে ব্যাংকিং খাত দুর্বল হয়েছে।

সরকারের বৈদেশিক ঋণ তুলনামূলক কম রয়েছে। তবে রাজস্ব হ্রাস পেয়েছে। প্রবৃদ্ধি মাঝারি হওয়ার সম্ভাবনা আছে। সেটা অবশ্য বিশ্ব আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক।

বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চায়ন কমে যাচ্ছে। যার মূল কারণ, অবৈধ পথে রেমিট্যান্স প্রবাহ। এ থেকে শিগগিরই নিস্তার পাওয়ার উপায় নেই। সবকিছু বিবেচনায় নিয়ে বাংলাদেশের রেটিং বি প্লাসে নামিয়ে আনা হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে এদেশের লং টার্ম ফরেন কারেন্সি ইস্যুয়ার ডিফল্ট রেটিং (আইডিআর) বিবি মাইনাস করে ফিচ রেটিংস। অর্থাৎ ৮ মাসের মধ্যে আবারও ঋণমান অবনমন করলো মার্কিন প্রতিষ্ঠানটি।

বিশ্বে তিনটি ঋণমান নির্ধারণী প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো একত্রে ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিতি। ফিচ তাদের একটি। বাকি দুটি মুডিস ও এসঅ্যান্ডপি।

শেয়ার