Top
সর্বশেষ

এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়ালো ইরান

২৭ মে, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ
এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়ালো ইরান

এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ালো ইরান। আগামী জুনে যা প্রযোজ্য হবে। সোমবার (২৭ মে) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক ইরান। আসন্ন জুনে এশিয়া অভিমুখী ইরানি লাইট ক্রুডের আনুষ্ঠানিক বিক্রয়মূল্য (ওএসপি) বাড়িয়েছে দেশটি।

এক্ষেত্রে দুবাই ও ওমান বেঞ্চমার্কের বিপরীতে ইরানি লাইট ক্রুডের ওএসপি দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে ৩ ডলার ১০ সেন্টের ওপরে। ইরানের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে।

আলোচ্য কর্মদিবসে আন্তর্জাতিক বাজারে তেলের দর বৃদ্ধি পেয়েছে। স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের আগামী জুলাইয়ের চুক্তি মূল্য বেড়েছে ৫৬ সেন্ট। ব্যারেলপ্রতি দাম স্থির হয়েছে ৮২ ডলার ৬৮ সেন্টে।

একই দিনে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ৫৮ সেন্ট। ব্যারেলে দাম উঠেছে ৭৮ ডলার ৩০ সেন্টে।

তেলের উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান বন্দা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন, বিনিয়োগকারীরা এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রা নীতির গতিপথের দিকে চেয়ে আছেন। ফলে জ্বালানি তেলের বাজার জটিল আকার ধারণ করেছে।

শেয়ার