Top
সর্বশেষ

নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রীর ছবি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

২৮ মে, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ
নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রীর ছবি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিসেস মাহমুদা আক্তার শিউলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৭ মে) দুপুরে তাকে দেওয়া ওই নোটিশের জবাব আজ মঙ্গলবার (২৮ মে) দুপুর সাড়ে ১২ টার মধ্যে তার কাছে চাওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা আক্তার শিউলি বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রীর ছবিসহ নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতে ফুটবল (যা ওই প্রার্থীর নির্বাচনী প্রতীক) সম্বলিত একটি ছবি একাধিক আইডি থেকে পোস্ট করে তার পক্ষে প্রচারণা চালানো হয়, যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৮ (৫) এর পরিপন্থি।

নোটিশে আরও বলা হয়, নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ওই প্রার্থীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে না এ বিষয়ে মঙ্গলবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার মধ্যে সশরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

প্রসঙ্গত, আগামী ৫ই জুন ৪র্থ ধাপে এ উপজেলায় নির্বাচন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ফারুক আহমেদ (আনারস), এইচ এম আল-আমিন আহাম্মেদ (মোটরসাইকেল), এড সিরাজুল ইসলাম ফেরদৌস (ঘোড়া), কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো (কই মাছ), মোহাম্মদ শাহ আলম (কাপ পিরিচ), হাবিবুর রহমান হাবিব (দোয়াত কলম), নুরুন্নাহার বেগম (টেলিফোন), মো.আবদুল মতিন (হেলিকপ্টার) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, খায়রুল আমিন (মাইক), সঞ্জয় চন্দ্র সাহা (টিয়া পাখি), মো. মোশারফ হোসেন সরকার (বই), মোহাম্মদ এমরান হোসেন (বৈদ্যুতিক লাইট), মেহেদী হাসান (চশমা), মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ (পালকি), মোহাম্মদ মোমেনুল হক (উড়োজাহাজ), মোহাম্মদ সাইফুল আলম ভূঞা (তালা), সারোয়ার আহমেদ ভূঞা (টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মিসেস মাহমুদা আক্তার শিউলি (ফুটবল), মোছেনা বেগম (প্রজাপতি), সাবিনা ইয়াসমিন (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩১০জন।

এসকে

শেয়ার