সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ৫০ বারে ৬৪ হাজার ৩৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএসমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। ফান্ডটি ২৪৬ বারে ১৬ লাখ ৮৯ হাজার ২৭৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৪৭ বারে ২ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৭.২৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৯৪ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৫.৪০ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট এমএফ ১: স্কি ১’র ৫.৩৫ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৮৭ শতাংশ, ঢাকা ব্যাংকের ৪.০৮ শতাংশ এবং আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
এসকেএস