Top

পানির স্রোতে আখাউড়ায় বিকল্প সড়ক ভেঙ্গে যান চলাচল বন্ধ

২৮ মে, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ
পানির স্রোতে আখাউড়ায় বিকল্প সড়ক ভেঙ্গে যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়ক ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

মঙ্গলবার (২৮মে) বিকালে সরজমিনে দেখা যায়, পৌরশহরের দেবগ্রামে অবস্থিত আখাউড়া-কসবা যাওয়ার প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত সড়কটি দিয়ে যান চলাচলে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পৌরশহরের তারাগন গ্রামের ভিতরের সড়কপথে যানবাহন চলাচল করছে । এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারী কয়েক হাজার যানবাহন ও যাত্রীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (২৭ মে) রাত ৩টার দিকে পৌর শহরের দেবগ্রামের ওই সড়ক ভেঙে কসবা-আখাউড়া এবং ধরখার-আখাউড়া-স্থলবন্দর সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে দেবগ্রামে বেইলি সেতুর বদলে রড-সিমেন্টের সেতু নির্মাণ করা হচ্ছে। ওই সেতু নির্মাণের ফলে পাশেই একটি মাটির বিকল্প সড়ক করা হয়। তবে রাস্তাটি ছিলো খুবই দুর্বল। এরই মধ্যে ভারত থেকে আসা পানির তীব্র স্রোতে সোমবার রাত তিনটার দিকে বিকল্প সড়কটি ভেঙে যায়। এ অবস্থায় নির্মাণাধীন সেতুর উপর দিয়ে লোকজন পার হচ্ছে। তবে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, মূলত পানি যাওয়ার জন্য মাত্র দু’টি পাইপ দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার বলা হচ্ছিল যে অন্তত চারটি পাইপ দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করার জন্য। তারা কথা না শোনায় এমনটা হয়েছে।

সেখানে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজের প্রকৌশলী মো. ওমর ফারুক জানান, তারা প্রয়োজন মতোই পাইপ দিয়েছিলেন। কিন্তু পানির প্রবাহ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। দুই একদিনের মধ্যে ঢালাই কাজ শেষ করলে নতুন সেতু হালকা যানের জন্য খুলে দেওয়া হবে।

এসকে

শেয়ার