Top

বাংলাদেশসহ বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন

২৮ মে, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ
বাংলাদেশসহ বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন

এক কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার আবার দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। মঙ্গলবার (২৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। পাশাপাশি সবকটি মূল্যসূচক নিম্নমুখী হয়েছে।

একই কার্যদিবসে বিশ্বজুড়ে পুঁজিবাজারে পতন হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এজন্য অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা। ফলে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। তাই এই নিম্নমুখিতা তৈরি হয়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ২৬৫টি প্রতিষ্ঠানের। আর ৩৭টির মূল্য অপরিবর্তিত রয়েছে।

ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৮ পয়েন্টে নেমে গেছে। ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ১৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট নিম্নমুখী হয়ে ১ হাজার ৮৮৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই’তে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে তা হয়েছে ৪৪০ কোটি ৭২ লাখ টাকা। আগের কর্মদিবসের চেয়ে যা ৬৫ কোটি ৩৯ লাখ টাকা কম।

অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৩৩টির এবং ৩১টির মূল্য অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৭০ কোটি ৪ লাখ টাকা। আগের দিন যা ছিল ৭৫ কোটি ৪৬ লাখ টাকা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একই দিনে আমেরিকার ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচকের পতন হয়েছে ১৬০ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ। বর্তমানে তা ৩৮,৯০৮ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ। দিন শেষে যা ৫৩০৩ দশমিক ৮২ পয়েন্টে নেমেছে। তবে নাসডাক কম্পোজিট সূচকের উত্থান ঘটেছে ৬৬ দশমিক ৪৬ পয়েন্ট। এখন যা দাঁড়িয়েছে ১৬,৯৮৭ দশমিক ২৬ পয়েন্টে।

গোটা বিশ্বে এশিয়ার এমএসসিআই সূচক হ্রাস পেয়েছে ১ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ। দিন শেষে তা ৭৯২ দশমিক ১৮ পয়েন্টে নেমে গেছে।

উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ স্টক মার্কেটের পতন ঘটেছে। সৌদি আরবের বেঞ্চমার্ক সূচক নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৫ শতাংশ। বর্তমানে তা ১১৬৬০ পয়েন্টে অবস্থান করছে। গত ৫ মাসে যা সর্বনিম্ন।

আবুধাবি বেঞ্চমার্ক সূচক কমেছে ১ শতাংশ। দিন শেষে যা ৮৭৪২ পয়েন্টে নেমেছে। কুয়েতের প্রধান সূচক হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। বর্তমানে তা ৭৬৯৩ পয়েন্টে অবস্থান করছে।

শ্রীলঙ্কার মূল সূচকের পতন ঘটেছে শূন্য দশমিক ৬৮ শতাংশ। এখন যা ১০৬১৯ দশমিক ৬০ পয়েন্টে স্থির হয়েছে। ভারতের ব্লু-চিপ এনএসই নিফটি ৫০ সূচক নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। পাশাপাশি এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স সূচক কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। এখন তা ৭৫,১৭০ দশমিক ৪৫ পয়েন্টে নিষ্পত্তি হয়েছে।

সেই সঙ্গে ইউরোপের স্টোক্স ৬০০ সূচকের অবনম্ন ঘটেছে শূন্য দশমিক ৭২ শতাংশ। তবে লন্ডন এফটিএসই ১০০ সূচক অপরিবর্তিত রয়েছে।

শেয়ার