Top

চট্টগ্রামে চার উপজেলায় জাহেদ জসিম মুজাম্মেল দিদার জয়ী

৩০ মে, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে চার উপজেলায় জাহেদ জসিম মুজাম্মেল দিদার জয়ী
চট্টগ্রাম প্রতিনিধি :

উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া ও আনোয়ারা উপজেলায় ভোটগণনা শেষ হয়েছে। চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বোয়ালখালীতে জাহেদুল হক, চন্দনাইশে জসিম উদ্দিন আহমেদ এবং আনোয়ারায় কাজী মুজাম্মেল হক ও পটিয়ায় দিদারুল আলম।

ওই চার উপজেলায় বুধবার (২৯ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়।

বোয়ালখালীতে চেয়ারম্যানে পদে জয়ী হয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাহেদুল হক। তিনি ভোট পেয়েছেন ৩০ হাজার ৫৭৭ ভোট। তাঁর নিকটতম প্রার্থী আনারস প্রতীকের মোহাম্মদ শফিক পেয়েছে ১৯ হাজার ১১০ ভোট।

চন্দনাইশের ৬৮টি কেন্দ্রে জসিম উদ্দিন আহমেদ পেয়েছেন ৩৮ হাজার ৩৯ ভোট এবং ২২ হাজার ৭৪ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনুর।

আনোয়ারায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের ‘প্রার্থী’ কাজী মুজাম্মেল পেয়েছেন ৫৮ হাজার ৮৩০ ভোট। আর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ‘প্রার্থী’ তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট।

পটিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুনুর রশিদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম।

ভাইস চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যান হলেন যারা :

বোয়ালখালী : ভাইস চেয়ারম্যান পদে জয়ী টিউবওয়েল প্রতীকের মোহাম্মদ মীর নওশাদ। তিনি ৩১ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী তালা প্রতীকের মোহাম্মদ সেলিম উদ্দিন ১৪ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন পদে ফুটবল প্রতীকের মোছাম্মৎ উম্মে সালমা। তিনি ৩১ হাজার ৩৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী প্রজাপতি প্রতীকের শামীম আরা বেগম পেয়েছেন ২৮ হাজার ৪০১ ভোট।

চন্দনাইশ : ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী (বাল্ব) প্রতীকে ৪৪ হাজার ৭১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক একরামুল হোসেন (তালা) প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৩ ০ভোট ও রূপম দেব (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২১৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা আক্তার চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন৷

আনোয়ারা : আনোয়ারায় ভাইস চেয়ারম্যান পদে এম এ মান্নান মান্না নির্বাচিত হয়েছেন। চশমা প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ৩১ হাজার ১৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবু জাফর টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৩৭ ভোট।

৪৫ হাজার ৯৪০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট চুমকি চৌধুরী। তাঁর নিকটতম হয়েছেন কলস প্রতীকের পারভীন আকতার। ২৫ হাজার ৮২ তাঁর প্রাপ্ত ভোট।

এসকে

শেয়ার