ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৬ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৩৫ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩১.৪০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৩.৪০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–হামি ইন্ডাস্ট্রিজের ১৭.৬৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১’র ১৭.১৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৬.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ১৩.৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১১.১৬ শতাংশ এবং তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের ১১.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস