ফেনীর দাগনভূঞা পৌরসভার যত্রতত্র ময়লার স্তুপ পড়ে রয়েছে। এ যেন ময়লা আবর্জনার শহর। শনিবার (০১ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দাগনভূঞা পৌর শহরের অলিগলি, বাজারের প্রবেশমুখ ও প্রধান সড়কের ডিভাইডারের উপর বেশ কিছু ময়লার স্তুপ পড়ে রয়েছে ।
স্থানীয়দের দাবি বিগত প্রায় ১ মাস ধরে পৌর এলাকা এবং দাগনভূঞা বাজার এলাকা থেকে কোন ময়লা অপসারণ করেনি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। বিষয়টিরনিয়ে মেয়রের কোন উদ্যোগও নেই এমনটাই অভিযোগ বাজারের ব্যবসায়ীদের।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১ মাস ধরে পৌর শহরের বাসা-বাড়ি, রাস্তার ড্রেইন, বাজারের বিভিন্ন পয়েন্টে আশ-পাশে ময়লার ভাগাড় জমে পড়ে আছে। পরিষ্কারের যেন কেউ নেই। ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ীরা, নাক-মুখ ঢেকে চলাফেরা করছেন।
মশা-মাছির আক্রমনে পৌরবাসি আতংকিত। ময়লার দুর্গন্ধের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এ নিয়ে পৌরবাসী ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের দানা বাঁধছে।
একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে বারবার মেয়র ও স্থানীয় কাউন্সিলরের শরণাপন্ন হলেও তারা কোন সন্তোষজনক উত্তর দেননি। ময়লার দূর্গন্ধের কারনে বাজারে ক্রেতার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে । ক্রেতা সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম মানবেতর জীবনযাপন করতেছে।
এসব ময়লা দ্রুত অপসারণ না করা হলে বাজারে ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হবেন বলে জানান অনেকেই।
পৌর এলাকার বাসিন্দা আবুল কালাম জানান, গত ১ মাস ধরে আমাদেরসহ আশপাশের কোন বাসা থেকেই ময়লা নেয়া হচ্ছেনা। ময়লার দুর্গন্ধে বাসায় থাকা অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছেনা। শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়েছে। আমরা বাসা বাড়ী ছাড়ার উপক্রম হয়ে পড়েছে।
বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েশ রিপন বলেন, আজকে প্রায় ২৫ বছর এ পৌরসভার বয়স। বর্তমান মেয়র ৩ মেয়াদে ক্ষমতায় আছেন। কিন্তু ময়লা অপসারণের জন্য কোন ডাম্পিং স্টেশনের ব্যবস্থা করতে পারেনি। এটি অবশ্যই মেয়রের ব্যর্থতা।
তাঁর দাবি, এজন্য বাজার ব্যবসায়ীদের আজ করুন দশা। বাজারে ক্রেতা নেই, ব্যবসায়ীরা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। ব্যবসায়ীরা আমাদের কাছে তাদের অসহায়ত্ব প্রকাশ করছেন। দ্রুত ময়লা অপসারণ না করা হলে ব্যবসায়ীদের সাথে নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর নুরুল হুদা সেলিম বলেন, ময়লা অপসারণের বিষয়ে মেয়রকে বারবার অবহিত করেছি। মেয়র জানান ডাম্পিং স্টেশনের জন্য জায়গা প্রস্তুত করা হচ্ছে। জায়গা প্রস্তুত করা হলে ময়লা অপসারণ করা হবে।
দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁনের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
বিষয়টি অবহিত করা হলে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, পৌরসভা কেন ময়লা অপসারণ করছেনা এটি খতিয়ে দেখা হবে।
এসকে