Top

কুমিল্লায় ইজি ফ্যাশনের শাখা উদ্বোধন

০২ জুন, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
কুমিল্লায় ইজি ফ্যাশনের শাখা উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধি :

দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ‘ইজি’। কুমিল্লার রুপায়ন দেলোয়ার টাওয়ারে ৮৭ ও ৮৮ তম শাখা এক আনন্দঘন পরিবেশে ফিতা কেটে ইজি ফ্যাশনের নতুন প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

রবিবার (২ জুন) কুমিল্লা নগরীর রুপায়ন দেলোয়ার টাওয়ারে এ শুভ উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন হয়।

তিনি বলেন, কুমিল্লা শহরে ১ হাজারেরও বেশি অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা হয়েছে। কেউ ৫ তলার অনুমোদন নিয়ে করছেন ১০ তলা, আপনাদেরও আমরা ছাড় দিবোনা। আপনারা প্লান ছাড়া কোনো বাড়িতে ১টাও ইট গাঁথতে পারবেন না।পূর্বে কুমিল্লা সিটিকর্পোরেশনে যারা দায়িত্ব পালন করেছে তারা অর্থের বিনিময়ে প্লান করেছিলো। তাই এ অপরিকল্পিত ভবন ভেঙ্গে ফেলতে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সিটিকর্পোরেশনকে চিঠি দিয়েছি। এখন কুমিল্লা একটি ব্রেন্ডে পরিনত হয়েছে। কুমিল্লার নাগরিকদের সুবিধার জন্য নাগরিকরা এগিয়ে আসতে হবে।

উদ্বোধনের সময় ছিলেন ‘ইজি’র ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান আসাদ চৌধুরী, ডিরেক্টর তৌহিদ চৌধুরী।

এ সময় তৌহিদ চৌধুরী বলেন, আল্লাহর অশেষ রহমতে ৮৭ ও ৮৮ তম শোরুমের যাত্রা করলাম। সামনে আরো বহুদূর এগিয়ে যেতে চাই পোশাকে ক্রেতাদের নতুনত্বের ছোঁয়া দিয়ে। কুমিল্লার নাগরিকদের পোশাক খাতে বিশেষ সুবিধা দিতে আমাদের এ কার্যক্রম।

ইজির শোরুমে ছেলেদের ও শিশুদের সব ধরংনের পোশাক পাওয়া যাবে। মূলত ইজির পোশাক মানেই নতুনত্বের ছোঁয়া। রকমারি ও বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজিতে।বাজারের অন্যতম ট্রেন্ড হিসেবে ইজিতে পাওয়া যাবে টি-শার্ট, পলো শার্ট, শার্ট, ফরমাল শার্ট ও পাঞ্জাবি। আকর্ষণীয় সব পোষাক ও আনুষঙ্গিক ফ্যাশন অনুষঙ্গ নিয়ে বরাবরই ইজি’র একধাপ এগিয়ে। শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়াই মূল লক্ষ্য বলেও জানান তিনি।

এসকে

শেয়ার