Top

১৫ আগস্টের ঘটনাকে সমর্থন করে না বিএনপি: মির্জা ফখরুল

০৩ জুন, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
১৫ আগস্টের ঘটনাকে সমর্থন করে না বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না। কিন্তু, ১৫ আগস্টের সাথে জিয়ার নাম জড়ানোটা ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিকে উসকে দেয়ার মতো।

সোমবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, যারা জিয়ার স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে, তারা স্বাধীনতাকেই অস্বীকার করে।

তিনি বলেন, প্রাইমারি স্কুলের বইয়ে ইতিহাসের নামে মিথ্যাচার করা হচ্ছে। সেখানে মুক্তিযুদ্ধে অবদান রাখা কারও নাম নেই। এমনকি শেখ মুজিবের মৃত্যুতে আনন্দ করা অনেকে আওয়ামী লীগের পদে স্থান পেয়েছে।

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। কঠিন সময় পার করছি আমরা। এই কঠিন সময় আওয়ামী লীগ তৈরি করেছে। সুষ্ঠু ভোট হলে তারা ১০টা সিটও পাবে না। এসময় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরকারের উন্নয়নকে তথাকথিত ও ঢাকাকেন্দ্রিক বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এম জি

শেয়ার