Top

দর বৃদ্ধির শীর্ষে এআইবিএল ফার্স্ট ইসলামিক ফান্ড

০৫ জুন, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে এআইবিএল ফার্স্ট ইসলামিক ফান্ড
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ। ফান্ডটি ২০২ বারে ১৯ লাখ ৭০ হাজার ৪৪৭ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ২৬৯ বারে ২৪ লাখ ৪৪ হাজার ৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি  ২৫৮ বারে ৪ লাখ ৮২ হাজার ২০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি ইন্স্যুরেন্সের ৪.২৯ শতাংশ, কর্ণফূলী ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, বীচ হ্যাচারির ৩.৭৭ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭০ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৩.৬৬ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৪১ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৩৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার