Top

করোনা থেকে সুস্থ এক কোটি ৫২ লক্ষাধিক মানুষ

২০ আগস্ট, ২০২০ ৯:৪৫ পূর্বাহ্ণ
করোনা থেকে সুস্থ এক কোটি ৫২ লক্ষাধিক মানুষ

বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ২৫ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৮০ হাজার ৮২ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৭৬২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্তদের মধ্যে এক কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৪১৭ জন সুস্থ হয়ে উঠেছে।

আজ (২০ আগস্ট) বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এ ছাড়া গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বে সাত লাখ ৯০ হাজার ৭৮৮ জন রোগী মারা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩০ লাখ ৬২ হাজার ৩৩১ জন, ব্রাজিলে ২৬ লাখ ১৫ হাজার ২৫৪, ভারতে ২০ লাখ ৯৬ হাজার ৬৮, রাশিয়ায় সাত লাখ ৪৯ হাজার ৪২৩, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ৯১ হাজার ৪৪১, পেরুতে তিন লাখ ৭৪ হাজার ১৯, চিলিতে তিন লাখ ৬৪ হাজার ২৮৫, মেক্সিকোতে তিন লাখ ৬৭ হাজার ৫৩৭, ইরানে তিন লাখ দুই হাজার ৫২৮, পাকিস্তানে দুই লাখ ৭২ হাজার ১২৮, সৌদি আরবে দুই লাখ ৭৪ হাজার ৯১, তুরস্কে দুই লাখ ৩৩ হাজার ৯১৫, ইতালিতে দুই লাখ চার হাজার ৫০৬, জার্মানিতে দুই লাখ তিন হাজার ৯০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৬৫ হাজার ৭৩৮, কাতারে এক লাখ ১২ হাজার ৬৫৮, কানাডায় এক লাখ ৯ হাজার ৮২২, ফ্রান্সে ৮৪ হাজার ৬৫ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৭৪৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এছাড়া কুয়েতে ৬৯ হাজার ৭৭১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ২২, সিঙ্গাপুরে ৫২ হাজার ৮১০, সুইজারল্যান্ডে ৩৩ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ৬৩, অস্ট্রেলিয়ায় ১৫ হাজার ২৬৪ ও মালয়েশিয়ায় আট হাজার ৯২৫ জন সুস্থ হয়ে উঠেছে।

শেয়ার