ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.১০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ২১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৩.৯০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে এমারেল্ড অয়েলের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৪৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৫.৪০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– নূরানী ডাইংয়ের ১৯.৪৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৮.৯২ শতাংশ, তুং হাই নিটিংয়ের ১৭.৫০ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১৭.৪৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৬.৯৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৪.১৭ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের ১৩.৬৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস