Top
সর্বশেষ

চুক্তিতে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব থাকছেন সত্যজিৎ কর্মকার

০৯ জুন, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ
চুক্তিতে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব থাকছেন সত্যজিৎ কর্মকার

চাকরির মেয়াদ শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকারকে আবারও একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৪৯ অনুযায়ী পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকারকে তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১২ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

উল্লেখ্য, সত্যজিৎ কর্মকার ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। তার আগে ওই বছরের ১ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন।

এম জি

শেয়ার