সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৩২৪ বারে ৪ লাখ ৯১ হাজার ১১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ক্যাপিটেক গ্রমীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ। ফান্ডটি ৭১৯ বারে ২৫ লাখ ৫৪ হাজার ৭৩১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৭০ বারে ৫৯ লাখ ৪২ হাজার ৫৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এটলাস বাংলাদেশের ৪ শতাংশ, জেএমআই হসপিটালের ৩.১৬ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ২.৬৩ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ২.১৭ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যালেন্সড ফান্ডের ২.১২ শতাংশ, উত্তরা ব্যাংকের ২.০৮ শতাংশ এবং বার্জার পেইন্টসের ১.৯১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস