Top

দর পতনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

১২ জুন, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০৪ বারে ৯৮ হাজার ৭৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে শামপুর সুগার মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪ বারে ৩ হাজার ১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেস্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ বারে ২টি শেয়ার লেনদেন করে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ২.৯৭ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৯৭ শতাংশ, সোনালী পেপারের ২.৯৬ শতাংশ, সোনালী আঁশের ২.৯৬ শতাংশ, খান ব্রাদার্সের ২.৯৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২.৯৪ শতাংশ এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২.৯৪ শতাংশ শেয়ার দর কমেছে।

 

এসকেএস

শেয়ার